সুপারিটেনডেন্ট এর বাণী

প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ওহীর জ্ঞানে বুৎপত্তি লাভ ও জীবনের সকল ক্ষেত্রে এর অনুশীলন মানবজাতির শ্রেষ্ঠ অর্জন। এ পথ ধরেই কেয়ামত পর্যন্ত নাবিয়ি্যন, ছিদ্দিকিন, শুহাদা, ছালেহীন এ পথের সুতো ধারায় নিজেদের প্রথিত করে রচনা করেছেন জান্নাতের সিঁড়ি। তাই তোমাদেরও এ পথের অনুসারী হয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা মানুষের দেহ, মন ও আত্মার উন্নতি সাধন করে। একটি শিশু জন্মগ্রহণ করলেই মানুষ হয়ে যায় না। শিক্ষাপ্রতিষ্ঠান হলো মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। শিক্ষা প্রতিষ্ঠানের জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি চর্চা, খেলাধুলার মাধ্যমেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। শিক্ষা হলো একটি অমূল্য সম্পদ, একটি শক্তি যেটি তোমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলবে। কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার পাশাপাশি তোমরা বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি ও আইসিটি সম্পর্কে জ্ঞান অর্জন করে বিশ্বের মাঝে হবে স্মরণীয় ও বরণীয়।

আমি তোমাদের দুর্বল, ক্লান্ত এ জাতির মুক্তি কামি দলসমূহের সেনাপতি হিসেবে দেখতে চাই, সৈনিক হিসেবে নয়। এজন্য যত সরঞ্জাম প্রয়োজন সব এই প্রতিষ্ঠানে মওজুদ আছে। কেবলমাত্র তোমাদের একটু আন্তরিকতা, আর সেই আন্তরিকতাটুকুই তোমাদের কাছে আমার প্রতালক্ষ।

আল্লাহ তোমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করে দ্বীনের খেদমত আঞ্জাম দানের তৌফিক দান করুন।

দোয়াগো।
সুপার, মোহাম্মদ শহিদুল ইসলাম
বেরপাশা মহিলা দাখিল মাদরাসা